
ভোলা-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
ভোলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম গিয়াসউদ্দিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর বন্ধ ছিল। এ সময় এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, জামায়াত প্রার্থী ১০ দলীয় ইসলামী জোটের পক্ষ থেকে নির্বাচনি মাঠে নামার সবুজ সংকেত পাননি।
এ বিষয়ে শুক্রবার রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক জানান, কেন্দ্রীয় ১০ দলীয় ইসলামী জোটের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা-২ আসনে ছাতা প্রতীকের এলডিপি প্রার্থী মোখফার উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমরা মাঠে দলীয় রুটিন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। তবে জোটের প্রার্থী এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং নির্বাচনি সহযোগিতাও চাননি।”
অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দৌলতখান ও বোরহানউদ্দিনবাসী এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিষয়টি স্পষ্ট করেন। তিনি লেখেন, ১০ দলীয় ইসলামী জোটের কেন্দ্রীয় নেতৃত্বের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ইসলাহী স্বার্থ বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী এই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা বা ভয়ের কারণে নয়; বরং সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য এবং আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার অংশ। তিনি বলেন, “এই সিদ্ধান্তে অনেকের মনে কষ্ট বা হতাশা সৃষ্টি হতে পারে, তবে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যে পথে কল্যাণ রেখেছেন, সেখানেই অবিচল থাকা উচিত। আজ এক ধাপ পিছিয়ে এলেও আদর্শ ও ন্যায়ের সংগ্রাম থেমে থাকবে না, ইনশাআল্লাহ।”
