ট্রেন থেকে ফেলে ইসলামী ব্যাংক কর্মকর্তাকে হত্যা? রহস্য ঘিরে চাঞ্চল্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

ট্রেন থেকে ফেলে ইসলামী ব্যাংক কর্মকর্তাকে হত্যা? রহস্য ঘিরে চাঞ্চল্য

 

ট্রেন থেকে ফেলে ইসলামী ব্যাংক কর্মকর্তাকে হত্যা? রহস্য ঘিরে চাঞ্চল্য
ট্রেন থেকে ফেলে ইসলামী ব্যাংক কর্মকর্তাকে হত্যা? রহস্য ঘিরে চাঞ্চল্য


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের পটিয়া উপজেলার এক চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের পর পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুললেও পুলিশ বলছে, তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন।


নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৪৫)। তিনি পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা এবং আবদুল আলমের ছেলে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লালমাই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পরিবার সূত্রে জানা যায়, আবদুল আজিজ দীর্ঘদিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সিলেট জোনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ব্যাংকটির ব্যাপক জনবল ছাঁটাইয়ের অংশ হিসেবে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়।


নিহতের স্বজনদের দাবি, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে নিজ বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। ট্রেনটি কুমিল্লার লালমাই স্টেশন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহতের চাচাতো ভাই মো. রাজু বলেন, “আমরা নিশ্চিত—এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।”


তবে কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল আজিজ ট্রেনের ছাদ থেকে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”


ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।



Post Top Ad

Responsive Ads Here