মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৮, ২০১৮

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

মেহের আমজাদ,মেহেরপুরমেহেরপুর সদর উপজেলার ইসলামনগরে শ্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে খেজমত আলী (৫২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ইসলামনগর-খোকসা সড়কের ইসলামনগরে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে ওই দুঘর্টনা ঘটে। নিহত খেজমত আলী চাঁদবিল গ্রামের মিলন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালের দিকে চাদঁবিল গ্রাম থেকে আলগামনে করে খেজমত আলীসহ ১৪ থেকে ১৬ জন শ্রমিক গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে রাস্তার কাজ করার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে সদর উপজেলার ইসলাম নগরে পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে আলগামনের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এসময় আলগামনটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে খেজমত আলীসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় খেজমত আলীর মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যত্য স্বীকার করেছেন। 

Post Top Ad

Responsive Ads Here