মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’র উদ্যোগে হাইব্রীড করলা বীজ “কসমস” এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাচাঁদপুর গ্রামের কৃষক মোঃ আবেদ আলী। অনুষ্ঠানে কৃষক মোঃ জিয়াউর রহমান কর্তৃক পরীক্ষা মূলক ভাবে চাষকৃত করলা প্রদর্শন করা হয়। এ সময় ব্র্যাক’র পক্ষে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন,ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’র আঞ্চলিক ব্যাবস্থাপক সুধাংশু শেখর রায়, মনিটর রনজিত কুমার সরকার, টেরিটোরি সেলস অফিসার মোঃ সাব্বির হোসেন,প্রোডাক্টডেভেল পমেন্ট সাপোর্টার প্রসেনজিত কুমার ঘোষ এবং ব্র্যাক ডিলার মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কৃষকদের ভাল ফসল ফলানোর জন্য ভাল বীজ ব্যাবহারের পরামর্শ প্রদান করা হয়। উল্লেখ্য সরকারকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার পাশাপাশি খাদ্যে সয়ংসম্পুর্ন বাংলাদেশ গড়ার লক্ষে ব্র্যাক কৃষকদের মাঝে উন্নত ও উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করে যাচ্ছে। এছাড়া ব্র্যাক জিংক ও ব্র্যাক বোরন (অনুখাদ্য) এবং ব্র্যাক কর্তৃক সরবরাহকৃত অন্যান্য বীজ নিয়ে আলোচনা করা হয়।