কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: চট্টগ্রাম রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন দলের কর্মি ও সাধারন জনগনের কোন দোষ নেই। তিনি বলেন রাউজানে কোটি কোটি টাকার কাজ হয়েছে। তিনি বলেন জনগন নৌকা মার্কায় সবসময় ভোট দেন,কিন্তু কিছু নামধারী নেতা-কর্মির কারণে নৌকার ভোট কমে যাচ্ছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দেওয়ার পর বিধ্বস্ত রাউজানকে আমি গোলাফি,পরিস্কার,মডেল ও স্বপ্নের রাউজান করেছি।
যোগাযোগ,বিদ্যুৎ,কৃষি,শি ক্ষা,সাস্থ্য সহ সকল কিছু করেছি রাউজানের ৬ লক্ষ ৩ হাজার মানুষের জন্য। সুশাসন প্রতিষ্টা করতে প্রতিজন চেয়ারম্যান, মেম্বারকে জবাবদিহী করতে হবে। জনগনকে জিম্মি করবে এমন আওয়ামীলীগকে ছাড় দেয়া হবেনা।তিনি বলেন শহিদ জাফর সড়কের জন্য ৩৫ কোটি টাকা, হাফেজ বজলুর রহমান সড়কের জন্য ৭০ কোটি টাকা,অদুদিয়া সড়কের ৯০ কোটি টাকা, দক্ষিন রাউজানের কাল্লমরার ঠেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুতের জন্য ৫২৮ কোটি টাকা, ট্রমা সেন্টারের জন্য ১৩ কোটি টাকা, বিদ্যুতের জন্য ৩ হাজার কোটি টাকা,হালদা উন্নয়নে ২০৬ কোটি টাকা, শিল্পকারখানার ১০০ একর জায়গার একওয়ার বাবদ ২৯০ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। ১৮৩ টি স্কুলের ২২ হাজার ছাত্র-ছাত্রীকে দুপুরের ফিডিং দেওয়া হচ্ছে।এমপির দায়িত্ব হচ্ছে দিক নির্দেশনা,সুশাসন,জনগনের জন্য কাজ করা।আজ চাঁদাবাজ মুক্ত রাউজান,সন্ত্রাস মুক্ত রাউজান,হরতালমুক্ত রাউজান হওয়ার পিছনে অবদান জনগনের একান্ত সহযোগিতা।তিনি বলেন মা-বোনদের নতুন চেতনায় এগুতে হবে । তিনি বলেন সবকিছুর মূলে হচ্ছে মানুষের ভালবাসা।তিনি বলেন দলের মানুষের কারনে কোন সাধারন মানুষ আক্রান্ত হলে সে যে হওক তাকে ছাড় দেয়া হবেনা।তিনি বলেন একমাত্র মহান সৃষ্টি কর্তা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি আজ মঙ্গলবার বিকাল ৩ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত রাউজানের হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলামের সভাপতিত্তে ও ইউনিয়ন সেক্রেটারী মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মুহাম্মদ, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবলীগ সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা,পৌর নেতা নজরুল ইসলাম চৌঃ,সোলেমান মাষ্টার,এস এম বাবর,আব্দুল মোমেন চৌঃ,রুনু ভট্রচার্য,জালাল আহমেদ,ডাক্তার সুজিত, জাফর সিকদার,থানা যুবলীগ নেতা আলহাজ্ব আহছান হাবিব চৌধুরী, যুবলীগ নেতা মনসুর,জিয়াউল হক সুমন চৌঃ,ইকবাল হোসেন চৌধুরী,সাইফুল ইসলাম,সাব্বির,খোকন,জাহেদুল আলম হিরু।