ডেস্ক খবর-
ফরিদপুর সদর উপজেলার জামতলা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আলম (৪০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ যাত্রী।মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী সাদ পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের জামতলা এলাকায় পৌঁছানো পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার আলম নিহত হন। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত আলম পটুয়াখালী জেলার আখনবাড়িয়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে।
সুত্র-jagonews24