বড়াইগ্রামে প্রাইমারি কালচার বিষয়ে মুক্ত আলোচনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২০, ২০১৮

বড়াইগ্রামে প্রাইমারি কালচার বিষয়ে মুক্ত আলোচনা

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে “জোনাকি দৈহিক ও মানসিক গঠন কেন্দ্রে” প্রাইমারি  কালচার সম্পর্কে মুক্ত অনুষ্ঠিত হয়। মানব সমাজে একজন সচেতন মানুষ হতে হলে প্রাথমিক ভাবে কোন কোন বিষয় মেনে চলতে হবে সে সকল বিষয়ে ধারণা দেওয়া হয়। সোমবার বড়াইগ্রামের জোনাইল বাজারে আগস্টিন কস্তার সুপার মার্কেটে  দিনব্যাপী  আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমারি কালচারের পরিচালক ও কলামিস্ট মোশারফ হোসেন মূসা, কলামিস্ট  ও জ্ঞান সাধক ডানিয়েল ডি কস্তা, কলেজ শিক্ষক জ্যামস ডি কস্তা, শিক্ষক ফারুক জাহাঙ্গীর, কবি জাকির হাসান সবুজ, সাংবাদিক মাসুদ রানা, শাহিনুর রহমান, মাহমুদ খান বিদ্যুৎ সহ  শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহবধুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যেসব বিষয়ে আলোচনা করা হয় সেগুলোর মধ্যে  প্রাইমারি কালচার কি এবং এটি দৈনন্দিন জীবনে কেন জরুরী তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে কটুক্তি করা, অপরকে অমান্য করা, অনুমতি না নিয়ে কথা বলা, মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, উচ্চ স্বওে মাইক বাজানো, রাস্তাঘাটে ভেজাল খাবার খাওয়া ইত্যাদি বিষয়গুলোকে প্রাইমারি কালচার নামে অভিহিত করে এ সকল বিষয় সঠিকভাবে মেনে চলার জন্য আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আমরা যদি এসব প্রাইমারি কালচার মেনে চলি তাহলে সংস্কৃতির উচ্চুর বিষয়গুলো আপনা আপনি সমাধান হয়ে যাবে। আমাদের দেশের রাজনৈতিক অচলাবস্তার জন্যও প্রাইমারি কালচার চর্চা না করাই প্রধান দায়ী। তাই অবশ্যই আমাদের  প্রাইমারি কালচার বেশি বেশি চর্চা করা দরকার।

Post Top Ad

Responsive Ads Here