![]() |
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি |
নাজমুল হাসান নিরব, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি অবশেষে জলাতঙ্ক রোগে মারা গেছে। মালিকের খোঁজ না পাওয়ায় স্থানীয়রা ঘোড়াটিকে মাটিচাপা দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী। এর আগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর ঘোড়াটির কামড়ে গণমাধ্যমকর্মীসহ ৮–১০ জন নারী-পুরুষ আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ও রবিবার সকালে বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড, আধারকোঠা ও চৌরাস্তা এলাকায় যাকে সামনে পাচ্ছিল, তাকেই আক্রমণ করছিল মালিকহীন পাগলা ঘোড়াটি। অনেকে ঘোড়ার কামড় ও লাথিতে আহত হয়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন,গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ,আতাউর রহমান (৫৫),মো. আবু বক্কর সিদ্দিক (৪৫),শহিদুল (২৫).মনিরা বেগম (৩৬),আলেয়া বেগম (৩৪),এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি অন্যত্র চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, “রবিবার সকালে দোকান খোলার সময় ঘোড়াটি আমাকে কামড় দিতে আসে। আমি লাঠি দিয়ে তাড়া করলে দূরে চলে যায়। পরে দেখি ঘোড়াটি সাইকেল আরোহী এক ব্যক্তিকেও আক্রমণ করে। আজ শুনলাম ঘোড়াটি মারা গেছে।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ঘোড়ার কামড়ানো ব্যক্তিদের জলাতঙ্কের টিকা নিতে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে অনেকেই টিকা নিয়েছেন বলে জানা গেছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহামুদ রহমান জানান, “পাগলা ঘোড়ায় কামড়ানো ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারিভাবে বিনামূল্যে জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে।”