বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডব, কামড়ে অন্তত ২০ জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৮, ২০২৫

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডব, কামড়ে অন্তত ২০ জন আহত

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডব, কামড়ে অন্তত ২০ জন আহত
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডব, কামড়ে অন্তত ২০ জন আহত



আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে পাগলা ঘোড়ার তাণ্ডবে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হঠাৎ করে ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে ও লাথি মারছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বোয়ালমারী উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে আরও অনেকে আহত হয়েছেন।


আহতদের মধ্যে রয়েছেন-কাজী হাসান ফিরোজ (৬০),আতাউর রহমান (৫৫),মো. সিদ্দিক (৪৫),শহিদুল (২৫),মনিরা বেগম (৩৬),আলেয়া বেগম (৩৪),এছাড়া আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


কলেজ রোডের বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, “গত দুই দিনে মহিলা-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হয়েছেন। আজ সকালে আহত কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে।”


আঁধারকোঠা মহল্লার বাসিন্দা মো. নিজাম উদ্দিন খান জানান, “পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। আমাদের ধারণা, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটি অসংলগ্ন আচরণ করছে।”


মারাত্মক আহত কাজী হাসান ফিরোজ বলেন, “সকালে হাঁটার জন্য বের হলে হঠাৎ ঘোড়াটি পেছন থেকে কোমড়ে কামড় দেয়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখনও প্রচণ্ড ব্যথা হচ্ছে।”


ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, “আজ সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের টিটেনাস ইনজেকশন ও ব্যথানাশক দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুরের কামড়েই ঘোড়াটি এমন আচরণ করছে।”


Post Top Ad

Responsive Ads Here