মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর পৌরসভার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহাসিন আলী, নির্বাহী সদস্য মেহের আমজাদ, মীর সউদ আলী চন্দন, সাংবাদিক ফারুক হোসেন, ফজলুল হক মন্টু, রাশেদুজ্জামান, আবু আক্তার করণ, মনিরুল ইসলাম মনি, বেন ইয়ামিন মুক্ত প্রমুখ।
মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আমি শুধু মেহেরপুর নয়; মেহেরপুর প্রেসক্লাবকেও সুন্দর করে সাজাতে চাই। এর জন্য চাই আপনাদের আন্তরিক সহযোগিতা। তিনি আরও বলেন, প্রায় ১৬ কোটি টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে গত এক বছর আগে আমার পরিষদ শপথ গ্রহন করে। এই অল্প সময়ে অনেক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। যার মধ্যে পৌর সভার রাস্তাÑঘাট, বস্তি ও পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পৌর সভার গড় পুকুরটিকে আধুনিক মানের বিনোদন কেন্দ্র করতে চাই। এসমস্ত কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এর আগে মেয়র মাহফুজুর রহমান রিটন প্রেসক্লাবে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।