এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি :-
বুধবার বাংলাদেশ সময় বিকাল সারে ৫টায় মুখোমুখি হয় বাংলাদেশ বনাম পাকিস্তানদলের অধিনায়ক মাশরাফি মর্তুজা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।কিন্টু শুরুতেই ধাক্কা খায় টাইগার বাহিনী। মাত্র ১২ রানে প্যাভিলনে ফিরে যায় লিটন দাস,সোম্য সরকার মুমিনুল হকএরপর ঘুড়ে দারায় বাংলাদেশমুশফিকুর রহিম এর ৯৯,মিথুন এর ৬০ ও মাহমুদুল্লাহর ২৫ রানের ওপর ভর করে ৪৮ ওবার ৫ বলে ২৩৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ
পাকিস্তানের পক্ষে জুনাইদ খান ৪ টি,  শাহিন আফরিদি ও হাসান আলী ২ টি করে উইকেট পায়
জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই মূল তিন ব্যাটসম্যান কে হারিয়ে ফেলে। মাত্র ১৮ রানে বিপাকে পড়ে পাকিস্তানএরপর ইমামুল হকসোয়েব মালিক হাল ধরার চেষ্টা করে। কিন্তু সোয়েব মালিক মাত্র ৩০ রানে গুটিয়ে যায়হাল ধরেন আসিফ আলি।কিন্তু বাংলাদেশীদের থাবায় ৮৩ রান করে ইমামুল হক আউট হয়ে যায়।খেলা চালিয়ে যান দুই বোলারনির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করেন তারা।বাংলাদেশ ৩৭ রানে জয়ী।বাংলাদেশের মুস্তাফিজ সর্বচ্চ ৪ টি উইকেট ও মেহেদি ২ টি উইকেট পায়

Post Top Ad

Responsive Ads Here