মো: শাকির আহম্মেদ,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার কর্তৃক, সদস্য প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় শ্রীমঙ্গল পৌরসভা মহসিন অডিটোরিয়ামে মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সভাপতি জনাব রেদ্বওয়ান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আল- ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জনাব মাও: মুজিবুর রহমান আাল- মাদানী, ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল শাখার সভাপতি ক্বারী মাও: মনির উদ্দিন, মৌলভীবাজার জেলা তালামিযের সভাপতি এম.এ জলিল প্রমুখ। এসময় বক্তারা বলেন এদেশে ইমাম হোসাইনের চেতনায় উজ্জীবিত হয়ে প্রত্যেক তালামীয কর্মীকে আদর্শবান হতে হবে। দ্বীনের খেদমতে নিজেদের বিলিয়ে দিতে হবে। আল্লামা ফুলতলী ছাহেবের আদর্শ সমাজে প্রচার করতে হবে। সর্বোপরি তালামীযের প্রত্যেক কর্মী দেশ ও জাতীর সেবায় নিয়োজিত থেকে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার পিন্সিপাল মাও: আবু সালেহ, শ্রীমঙ্গল আল ইসলাহ সাধারন সম্পাদক মাও: ক্বারী নাছির উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সভাপতি আবুল কাশেম ও মো: আরিফ হোসেন প্রমুখ। তালামীয কেন্দ্রীয় পরিষদ, জেলা শাখা, উপজেলা শাখা, ইউনিয়ন শাখা, বিভিন্ন নেতৃবন্দ।