কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিজয়'৭১ এর উদ্যোগে আয়োজিত এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের সামাজিক ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ও স্বনামধন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিজয়'৭১ সংগঠনের উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিলু কান্তি দাস (নীলমণি), সংগঠনের প্রধান সমন্বয়কারী সজল দাস চৌধুরী,সাধারণ সম্পাদক ডাক্তার আর কে রুবেল ও সাংগঠনিক সম্পাদক রাজীব চক্রবর্তী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।