শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সদ্য পদায়ন প্রাপ্ত জনাব নজরুল ইসলামের পরিচিতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সদ্য পদায়ন প্রাপ্ত জনাব নজরুল ইসলামের পরিচিতি

মো. শাকির আহম্মেদ শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের কৃতি সন্তান নজরুল ইসলাম মহোদয়কে শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

জনাব নজরুল ইসলাম৩১তম প্রশাসন ক্যাডারে ২০১৩ সালে নোয়াখালীতে সহকারী কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় এবং ২০১৬ সালের ডিসেম্বর থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি থেকে তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব নজরুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান। মায়ের নাম আম্বিয়া বেগম। তিনি ১৯৯৮ সালে চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ  থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ২০০০ সালে খিদিরপুর কলেজ থেকে স্টার মার্কস পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে লোকপ্রশান বিভাগ থেকে স্নাতক এবং ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রথমে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করেন। ৩১তম প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৩ সালে নজরুল ইসলাম নোয়াখালীতে সহকারী কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে নজরুল ইসলাম পঞ্চম। ভাই-বোনদের মধ্যে সবার বড় কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দুই বারের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ভাই মো. মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় ভাই মো. জাহাঙ্গীর হোসেন যুগ্ম জেলা জজ (অর্থ ও ঋণ আদালত) ঢাকা এবং স্ত্রী রোজিনা খানম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে ময়মনসিংহে কর্মরত রয়েছেন। সবার ছোট মো. আনিসুর রহমান উজ্জ্বল কিশোরগঞ্জ জজ আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন।
জনাব নজরুল ইসলামের স্ত্রী খালেদা ইয়াসমিন এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী।

Post Top Ad

Responsive Ads Here