টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১৮

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলটাঙ্গাইলের মধুপুরের শিশু বিথী আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় কামরুল ইসলামকে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত যুবক মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের সাবাশ আলীর ছেলে। 


সরকার পক্ষের আইনজীবী নাসিমুল আকতার জানান, ২০১৪ সালের ১৯ মে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবুল কালামের আট বছরের মেয়ে বিথীকে ধর্ষণের পর হত্যা করে একটি ড্রেনের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখে একই গ্রামের সাবাশ আলীর ছেলে কামরুল ইসলাম। এব্যাপারে নিহত বিথীর বাবা বাদি হয়ে প্রতিবেশী কামরুলকে আসামী করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনার সাথে জড়িত কামরুলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরে  দীর্ঘ চার বছর পর আজ আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন আসামী কামরুলের মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। 

Post Top Ad

Responsive Ads Here