মোঃ শাকির আহম্মেদ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ সড়কের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লা ফেলানোর ভাগাড় অবিলম্বে অধিগ্রহণকৃত জমিতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ওসমাবেশ করেছে। আজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে সকাল ১১ ঘটিকা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক স্কুল কলেজ মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সচেতন নাগরিক , শিক্ষক শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ দেড় দুই যুগ ধরে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও একটি মাদরাসার কয়েক হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক পৌরসভার সমস্ত ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আসছেন। একটু বাতাসে সমস্ত এলাকায় ময়লার ভাগাড়ের দুর্গন্ধে টিকে থাকা দায়হয়ে পড়ে। তাই অবিলম্বে কলেজ সড়কের ময়লার ভাগাড় শ্রীমঙ্গল সদরইউনিয়নের পৌরসভার অধিগ্রহণকৃত জমিতে স্থানান্তরের দাবি জানান। অন্যথায় ছাত্র-শিক্ষক ও সকল শ্রেণিপেশার লোকজনদের দিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।