মো: শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের দিনব্যাপী মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মানবধিকার সাংবাদিক ফোরাম। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাব সেক্রেটারি এম ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার সভাপত্বি করেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুুরী। কর্মশালার প্রথম অধিবেশনে আলোচনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব ও প্রশিক্ষন কর্মশালার প্রশিক্ষক খায়রুজ্জামান কামাল ও দৈনিক যুগান্তরের বিষেশ প্রতিবেদক শেখ মামুনুর রশিদ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শ্রীমঙ্গলের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশেকুল হককে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় এ দুই কর্মকর্তা শ্রীমঙ্গলে কর্মরত থাকাকালীন সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।