হবিগঞ্জের সাড়ে ৮টায় তেলিয়াপাড়া-চুনারুঘাট সড়কের কিবরিয়াবাদ এলাকায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১৮

হবিগঞ্জের সাড়ে ৮টায় তেলিয়াপাড়া-চুনারুঘাট সড়কের কিবরিয়াবাদ এলাকায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতি

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ -হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সন্ধ্যা রাতেই সড়কে গাছ ফেলে ডাকাতি করা হয়েছে।  বুধবার( ১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে তেলিয়াপাড়া-চুনারুঘাট সড়কের কিবরিয়াবাদ এলকায় এঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়- উপজেলার কিবরিয়াবাদ নামক স্থানে সড়কের পাশের গাছ ফেলে ডাকাতদল যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে। 
ডাকাতদের অর্তকিত হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ডাকাতদলের কবলে পড়া কয়েকজন জানান- সন্ধ্যা অনুমান ৭ টার দিকে সুরমা চা বাগানের আমতলী ও কিবরিয়াবাদ নামক স্থানে সড়কের পাশে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে ১০-১৫জনের ডাকাত দল। 
এসময় বেশ কয়েকটি ট্রাক, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের আটক করে তাদের কাছ থেকে সর্বস্ব লুঠে নেয় ডাকাতদল। 
ডাকাত সদস্যদের অধিকাংশই মুখোশপড়া এবং দেশি অস্ত্র দ্বারা যাত্রীদের আহত করেছে বলে জানা গেছে।  খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তি দ্রæত ঘটনা স্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন।

Post Top Ad

Responsive Ads Here