ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার পারআশাপুর গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের কিশোর পুত্র রনি ফকির (১৫) কে পুর্ব শত্রæতার জের ধরে এলোপাথারি কুপিয়ে জখমকারীদের বিচারদাবীতে মানববন্ধন করেছে গ্রামের সাধারণ মানুষ।
সোমবার বেলা বারোটার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধাঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আহতের পিতা মো. মোস্তফা জব্বার জানান, গত ০১ নভেম্বর ওই কিশোর হাজীরটেক মাঠে যাওয়ার সময় স্থানীয় আলিম শেখ, ইমরুল শেখ, আকবার শেখ, আয়ুব ফকির ও ইমরান ফকির কিশোর রনি ফকিরের উপর হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। আহত রনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন, এঘটনায় মধুখালী ০৩ নভেম্বর মামলা দায়েরের পর থকে আসামীরা মামলা তুলে নিচে চাপ ও হুমকী দিচ্ছে।
বক্তারা আসামীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবী জানান।