ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পৌরসভার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে অক্সফাম এবং ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়নাধীন বিল্ডিং রেজিলিয়েন্স অন কমিউনিটি প্রকল্পের কিক অফ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ক্সফাম প্রতিনিধি মোঃ আনিছুর রহমান চৌধুরী, আরবান ম্যানেজার ফিলিপ ডোনাও, কমিউনিকেশন এন্ড অপারেশন স্পোশালিষ্ট মোঃ মুতাসীম বিল্লাহ, সিনিয়র প্রোগাম অফিসার দেবরাজ দে, সিনিয়র প্রোগাম অফিসার শাহনেয়াজ ওয়ারা, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, আরবান প্রোগ্রাম স্পেশালিষ্ট নান ইন্টারন্যাশনাল এএসএম নজরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং ওর্য়াড কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি, সুশীল সমাজের প্রতিনিধি।