ফরিদপুর প্রতিনিধি
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে ফরিদপুর ৪ আসনের এমপি নিক্সন চৌধুরী বলেছেন, ভোট কাটতে প্লেয়ার লাগে, আমরা মতো আপনারতো আর মেসি, ম্যারাডোনা, নেইমার নেই। আপনার যতো ভালো ভালো প্লেয়ার ছিলো সব এখন আমার সাথে আপনার সাথে রয়েছে কজন চোর আর ডাকাত। এই জন্য কথায় কথায় আমাকে আর ভোট কাটার ভয় দেখাবেন না। ফরিদপুর ০৪ আসনের তিন থানার সাধারন জনগন আমার সাথে আছে আর এটাই আমার বড় সম্পদ।
তিনি বলেন আপনি আমাকে গালি দেন, রোহিঙ্গা বলেন, রোহিঙ্গা আপনি কারন আপনার পরিবার কুমিল্লা থেকে এই এলাকায় এসে মেয়ে বিয়ে করে ঘড় জামাই হয়েছে। আর রোহিঙ্গা বললেও কোন সমস্যা নেই কারন তারা মুসলমান। তাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্থান দিয়ে বিশ্বের মধ্যে এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন। এছাড়া তিনি এর কারনে পুরুস্কার পেয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন সরকার আপনাকে সোলার দিয়ে ছিলো গরীব মানুষকে দেওয়ার জন্য আপনি সেই সোলার গরীব মানুষকে না দিয়ে বিক্রি করে পানামায় টাকা জমিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ আসনে যোগদান ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মুজিবর রহমান নিক্সন চৌধুরী এমপি এসব কথা বলেন। আজ সোমবার বিকেলে ভাংগা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেউড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালামৃধা ইউপি চেয়ারম্যান লিটন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাংগা উপজেলার চেয়ারম্যান মো. সাহাদাৎ হোসেন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক লুৎফর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা আজীম সিরাজ, শহীদুল ইসলাম শহীদ প্রমূখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শ্রমিকলীগ নেতা লুৎফর রহমান এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন। এসময় ভাংগা উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।