মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।
গতকাল রবিবার বিকালে সংসদ সদস্য’র বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্জামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রীস আলী মাষ্টার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সানোয়ার হেসেন,মেহেরপুর সদর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন প্রমুখ।