মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কক্ষে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় মেহেরপুর জেলার ব্যবসা বানিজ্য সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক আতাউল গনিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ,সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান টোটন,সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।