শার্শায় ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় পুলিশ কর্মকর্তা ক্লোজড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৬, ২০১৮

শার্শায় ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় পুলিশ কর্মকর্তা ক্লোজড

জসিম উদ্দিন বেনাপোল (যশোর) প্রতিনিধি-যশোরের শার্শায় মশিউর রহমান বাবলু (৫৫) নামে এক ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে ক্লোজড করা হয়েছে। আহত ওই ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় নির্যাতনের ঘটনা ঘটে।

যশোরের উপজেলার নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত মশিউর রহমান ও তার পরিবারের লোকজন জানান, মঙ্গলবার দুপুরে সহকর্মী দুলালকে নিয়ে ব্যবসায়ীক কাজ শেষে ভ্যাসপা মোটর সাইকেল যোগে শার্শা থেকে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছিতে পৌছুলে উপ-পরিদর্শক (এসআই) শাহাবুরের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে দাঁড় করায়। এরপর তাদের শরীর তল্লাসী করে কোন কিছু পায় না। বাক বিতন্ডার এক পর্যায়ে এসআই সাহাবুর ক্ষিপ্ত হয়ে মশিউরের পকেটে থাকা ব্যবসায়ীক কাজের ২০ হাজার টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে। কিন্তু এতে বাধ সাধলে মশিউরকে বেধড়ক মারপিট করে। এতে মশিউর গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখান থেকে তার সহকর্মী দুলাল দ্রুত এনে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতনের বিষয়টি আহতের ছেলে সাংবাদিক আল মামুন শাওন ও তার সহকর্মীরা যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানান। এরপর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমানের সাথে কথা বলেন। এরপর তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই শাহাবুরকে ক্লোজ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here