মেহের আমজাদ,মেহেরপুর- একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর যুবমহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যুবমহিলা লীগের স্থানীয় সভানেত্রী রেবেকা সুলতানার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, জেলা যুবমহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর যুবমহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, সাধারন সম্পাদক মোমিনা খাতুন প্রমুখ।