মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের পক্ষে মেহেরপুর জেলা শ্রমিকলীগ এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও মিছিল করেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হকের নেতৃত্বে মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে নৌকার প্রচারণায় একটি মিছিল বের হয়। মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। মিছিলে অংশ গ্রহন করেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক মাহাবুব এলাহী,সদর থানা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু,সাধারণ সম্পাদক রেজ্উাল হক,শহর শ্রমিকলীগের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল,জেলা শ্রমিকলীগের সদস্য মতিয়ার রহমান,অনন্ত কুমার সাহা,নজরুল ইসলাম নজু, সাঈদ হোসেন সাঈদ, নাজমুল ইসলাম বাবু,বারাদি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।