![]() |
ফাইল ছবি |
নাজমুল হাসান নিরব,ফরিদপুর-৪ থেকে-ফরিদপুর-৪(ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন) এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র্য প্রার্থী জননেতা মুজিবর রহমান নিক্সন চোধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন,ভাঙ্গা,সদরপুরে মুজিবর রহমান চৌধুরী তার নিকটতম প্রতিদন্দী কাজী জাফরউল্লাহ চেয়ে ৪৯৬৪৭ বেশী ভোটে জয়ী হয়।প্রাপ্ত ভোটের সংখ্যা,তিন উপজেলায় ১৭৯ টি কেন্দ্রে- সিংহ মার্কা-১৪৪১৭৯ টি,নৌকা-৯৮২৩৪ টি,ধানের শীষ-১২৩৮০ টি,হাতপাখা-৯০১০ টি,কাস্তে-৩০১ টি।
জানা যায়,ফরিদপুর -৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ নেীকা প্রতিক নিয়ে,খন্দকার ইকবাল হোসেন সেলিম ধানের শীষ প্রতিক নিয়ে,আব্দুল হামিদ মিয়া হাতপাখা প্রতিক নিয়ে,আতাউর রহমান কাস্তে মার্কা প্রতিক নিয়ে এবং মুজিবর রহমান চৌধুরী সিংহ প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে।শুরুতে ৫ জন নিবাচর্নে আসলেও মাঠে সজাগ থাকে নৌকা,ধানের শীষ ও সিংহ মার্কার প্রতিক ধারীরা।
মেষ পর্যন্ত ৩০ শে ডিসেম্বও রবিবার নিবাচর্নে জনগন স্বর্স্ফুঃত ভাবে ভেগ্রহনে অংশগ্রহন করে।
ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন উপজেলায় মুজিবর রহমান চৌধুরী তার নিকটতম প্রতিদন্ধী কাজী জাফরউল্লাহর ৯৩২৪ চেয়ে ৯৩২৪ টি বেশী ভোটে জয়ী হয়।প্রাপ্ত ভোটের সংখ্যা,সিংহ-১৭৬০৭,নৌকা-৮২৮৩,ধানের শীষ ৫২২৭.হাতপাখা-৭৩০ টি,কাস্তে-৫৫ টি।
অপরদিকে সদরপুর উপজেলায় মুজিবর রহমান নিক্সন চৌধুরী ২৭৫৮১ টি বেশী ভোট পেয়ে জয়ী হয়। প্রাপ্ত ভোটের সংখ্যা,সিংহ-৫১৩১৩ টি,নৌকা-২৩৭৩২টি,ধানের শীষ- ৩৫৫২টি,হাতপাখা-২১৩৩টি,কাস্তে-৫৯টি।
এদিকে ভাঙ্গা উপজেলায় মুজিবর রহমান নিক্সন চৌধুরী ১৩০৪০টি বেশী ভোট পেয়ে জয়ী হয়। প্রাপ্ত ভোটের সংখ্যা,সিংহ-৭৫২৫৯টি,নৌকা-৬২২১৯টি,ধানের শীষ-৩৬০১ টি,হাতপাখা-৬১৪৭ টি,কাস্তে-১৮৭ টি।
সব মিলিয়ে তিন উপজেলায় চলছে আনন্দ বন্যা।স্বতন্ত্র্য প্রার্থীও সমর্থকদের মধ্যে চলছে আনন্দ মিছি ও বিজয় মিছিল।