মেহের আমজাদ,মেহেরপুর-মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় দিবসের র্যালী ও শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের স্মৃতিসৌধে গিযে শেষ হয়। পরে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
র্যালীতে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম,আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. আব্দুস সালামসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।