দেশের উন্নয়নে একজন সাংবাদিকও সমাজের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে...শেখ আফিল উদ্দিন এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

দেশের উন্নয়নে একজন সাংবাদিকও সমাজের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে...শেখ আফিল উদ্দিন এমপি

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি- যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর-১ শার্শা আসনের আওয়ামীলীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি বলেছেন, দেশের উন্নয়নে একজন সাংবাদিকদের কলমের কালির ভূমিকা অপরিসীম। সাংবাদিক সমাজের দর্পন। সমাজের সকল অনাচার, অবিচার সহ সকল সংবাদ কলমের মাধ্যমে তুলে ধরাই সাংবাদিকের কাজ।

 সমাজ তথা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে একজন সাংবাদিকের ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে সাংবাদিক অবশ্যই সৎ, নির্ভিক ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। মনে রাখতে হবে একজন সাংবাদিকও সমাজের শিক্ষক। তাই  শেখ হাসিনার নৈতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন।
এছাড়াও তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ৩০ডিসেম্বর  উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন। রবিবার রাতে নাভারণ হক কমিউনিটি সেন্টারে  শার্শার সকল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শার্শা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু এর সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, স্পন্দন পত্রিকার মাহবুব আলম লাভলু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
মতবিনিময় সভায় শার্শা রিপোর্টাস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সারসা বার্তার প্রকাশক সম্পাদক আব্দুল গফ্ফার ছন্দ, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ্ব মহাসিন মিলন, সাধারন সম্পাদক রাশু, বাগআঁচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতউল্লাহ, সাবেক সভাপতি  আজিজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারন সম্পাদক আবু সাঈদ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম সাহিন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সহশার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here