জাহিদ হাসান, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আওয়ামী লীগের এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান, জাতীয় পার্টির এমপি প্রার্থী মোখলেছুর রহমান বস্তু, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মোনাজাত করে।
পরে অনার্স কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সময় সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, এসিল্যান্ড কামরুন নাহার কেয়া, ওসি মাজেদুর রহমান প্রমুখ। দুপুরে মহিলাদের বালিশ খেলা, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সরকারি শিশু সদন ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়।