নওফেলের জয় সুনিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে:ড.অনুপম সেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৭, ২০১৮

নওফেলের জয় সুনিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে:ড.অনুপম সেন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মহাজোট ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চট্টলবীর মহিউদ্দিনপুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর জয় সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে এবং মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

 নওফেলের জয় মানে শেখ হাসিনার জয় আর শেখ হাসিনার জয় মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। এ বিজয় সুনিশ্চিত করতে সকল মতানৈক্য ভুলে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে বিজয় সুনিশ্চিতের ঠিকানায়। চট্টগ্রাম-৯ আসনে মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত একাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন পুত্র ও তরুণ প্রজন্মের আলোচিত মুখ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও সরগম একাডেমী’র আয়োজনে ২৬ ডিসেম্বর ২০১৮ সন্ধ্যায় নগরীর চেরাগি চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, বিজয় ’৭১ এর সভাপতি ও বিশিষ্ট নাট্যজন সজল চৌধুরী, বিজয় ’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা: আর কে রুবেল, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা: মো: জামাল উদ্দিন ও দৈনিক পূর্বতারার বার্তা সম্পাদক লায়ন প্রশান্ত বড়–য়া।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি ও বিজয় ’৭১ এর কার্যকরী সভাপতি রাজনীতিবিদ মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার দাশ।
সভায় বক্তারা আরো বলেন, চট্টগ্রামের ১৬টি আসনে মহাজোট ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। আর চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী নওফেলকে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করতে হবে। কারণ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পছন্দের প্রার্থী নওফেল। বক্তারা নওফেলের বিজয়ে সকলকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন দাশগুপ্ত, সংগঠক মাহতাব উদ্দিন, সঙ্গীত শিল্পী রুপম মুৎসুদ্দী টিটু, প্রকৌশলী টি কে শিকদার, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, কবি স্বপন বড়–য়া, সৈয়দা শাহানা আরা, রোজী চৌধুরী, অভিষেক দাশ, প্রিয়সি জেসমিন, বাবর মুনাফ, সুমন চৌধুরী, হ্যাপি গুহ, কাজল দত্ত, সজল দাশ, দিলীপ সেনগুপ্ত প্রমুখ। আলোচনা সভা শেষে স্বপন কুমার দাশের পরিচালনায় ও স ম জিয়াউর রহমানের পরিকল্পনায় চট্টগ্রামের খ্যাতনামা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

Post Top Ad

Responsive Ads Here