যশোরের শার্শায় মহান বিজয় দিবসে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে বিনম্র শ্রদ্ধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৬, ২০১৮

যশোরের শার্শায় মহান বিজয় দিবসে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে বিনম্র শ্রদ্ধা

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ  হাজারো মানুষের শ্রদ্ধা ও ফুলেল ভালবাসায় সিক্ত হল যশোরের শার্শার কাশিপুরে অবস্থিত ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সূর্য্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল। বিজয় দিবসের প্রথম প্রহরে সমাধিস্থলে বিজিবির পক্ষ থেকে রাত ১২টা ১মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন।

 সকাল সাড়ে ৭টায় সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ শাড়াতলা অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেনি পেশার মানুষ। পরে সকাল ১০টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন ৪৯’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আরিফুল হক। এসময় উপস্থিত ছিলেন ৪৯’বিজিবি ব্যাটালিয়ন এডি মোহাম্মদ ফারুক, কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মতিন এবং বীরশ্রেষ্ঠের পরিবারের পক্ষে নিয়ামুল ইসলাম উৎস, কামিনী আফরোজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ। শ্রদ্ধাঞ্জলী শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা শাহজাহান বিশ্বাস। দিবসটি উদযাপনে কাশিপুরে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে ভোর থেকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ হাতে শ্রদ্ধাঞ্জলী সহকারে  আগমণ ঘটতে থাকে। সূর্য উঠার সাথে সাথে বিভিন্ন বয়সের হাজারও মানুষের উপস্থিতিতে সমাধিস্থল মিলনমেলায় পরিণত হয়।

Post Top Ad

Responsive Ads Here