এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় আনন্দ উৎসব ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোবধ্বনির মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা করেন উপজেলা প্রশাসন। অপর দিকে,দিবসটি পালনে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব,জলঢাকা রিপোর্টার্স ইউনিটি,উপজেলা আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি,জাসদ,বঙ্গবন্ধু প্রজন্ম লীগ,শ্রমিক ঐক্য পরিষদ, শ্রমিক সংগ্রাম পরিষদ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ,সরকারী,বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান,জলঢাকা মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (সংবধড়ন) এর উপজেলা কমিটি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।
জলঢাকায় জাতীয় পার্টির মহান বিজয় দিবস পালন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় দলীয় নির্বাচন অফিসে জাতীয় পার্টির উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছাইদার রহমান বুলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, সাবেক সভাপতি দবির হুদা,জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু,পৌর সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক দুলাল হোসেন আর্মি, যুব নেতা শরিফুল ইসলাম প্রিন্স,উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাবলু হোসেন, নাসিমুজ্জামান নাদির,গোলাম রব্বানী,এরশাদ আলম,আনোয়ার হোসেন প্রমূখ। এর আগে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।