জাতীয় পার্টি মনোনীত রাঙ্গামাটি আসনের লাঙ্গল পদপ্রার্থীর উঠান বৈঠক পথসভা ও গনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮

জাতীয় পার্টি মনোনীত রাঙ্গামাটি আসনের লাঙ্গল পদপ্রার্থীর উঠান বৈঠক পথসভা ও গনসংযোগ

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙামাটির উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টি মনোনীত ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পার্বত্যবন্ধু এ্যাডভোকেট পারভেজ তালুকদার।


বৃহস্পতিবার রাঙ্গামাটির কাউখালি উপজেলায় কাউখালী বাজার, ঘাগড়া বাজার, কাশখালী, কলমপতী, বেতবুনিয়া, এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গনসংযোগ করেছেন  জাতীয় পার্টি মনোনীত ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য লাঙ্গল পদপ্রার্থী ।

উঠান বৈঠক ও পথসভায় তিনি তার বক্তব্যে বলেন,পাহাড়ের শান্তির মূলনিতি হলো সাম্প্রদায়িক সম্প্রিতি, আমি বিশ্বাস করি পাহাড়িরা বাঙালিদের ভাই,তাদের সাথে আমাদের কোন বিভেদ নেই, আমরা তাদের সাথে একই পরিবারের সদস্যদের মত মিলেমশে শান্তিতে বসবাস করবো। এসময়ে তিনি পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালিদের জন্য সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রেখে সকল জনগণের জন্য উন্নয়নমূখী কাজ করা হবে এবং পার্বত্য এলাকায় দুর্গম অঞ্চল বলতে কিছু থাকবেনা বলে প্রতিশ্রæতি দেন।

আরো বলেন, এছাড়াও নির্বাচিত হলে রাঙামাটি জেলার প্রথম উন্নয়নকাজ কাউখালী উপজেলা থেকে শুরু করবেন বলে ঘোষনা করেন।একই সাথে তিনি কাউখালী উপজেলায় কম্পিউটার ট্রেনিং সেন্টার ও রাঙামাটি জেলায় সিপ্লেন বিমানবন্দর এবং প্রযুক্তিগত বিভিন্ন উন্নয়নের মাধ্যমে ডিজিটাল রাঙামাটি বিনির্মানের প্রতিশ্রæতি দেন।

জেলা জাপার যুগ্ন সাধারন স¤পাদক রেজাউল করিম মিন্টু, জেলা জাপার সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক জ্যোতি বিকাশ চাকমা, জেলা জাপার মহিলা বিষয়ক স¤পাদক রওশন আরা বেগম,জাতীয় যুবসংহতি পার্টির সভাপতি চন্দন বড়–য়া, সহসভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার, যুগ্ন সাধারন স¤পাদক নোমান,জাতীয় কৃষক পার্টির সভাপতি পারভেজ শেখ, জাতীয় কৃষক পার্টির সহসভাপতি মহতি চাকমা , সাধারন সম্পাদক মানিক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক বাসু দাস, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদক রেহেনা আক্তার সহ জেলা জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here