উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে নৌকার বিজয়ের জন্য বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছে যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
নির্বাচনকে সামনে রেখে দিনরাত বিভিন্ন এলায়কায় সভা-সমাবেশ, উঠান বৈঠক করে যাচ্ছেন আগামী ৩০ শে ডিসেম্বর নৌকার বিজয়ের জন্য। অত্রাঞ্চলের যুবসমাজ তথা নৌকার কান্ডারী আলহাজ আব্দুল মমিন মন্ডলকে সাথে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পৌরসভা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল দূর্গম চরের মধ্যে সভা-সমাবেশ ও উঠান বৈঠক করেই চলেছেন যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
এ ব্যাপারে যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা জানান, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় দেশ ও জাতিকে অতল খাদ থেকে উদ্ধার করে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। তিনি আরও বলেন- বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ছিল তারুণ্যের উদ্দীপনা, তারুণ্যের দ্রোহ। তরুণরাই ছিল বাংলাদেশ বিনির্মাণের মূল যোদ্ধা, তরুণরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের সাহসী সৈনিক। এবারে নির্বাচন হবে তারুণ্য নির্ভর নির্বাচন। তরুণ ও যুব বান্ধব রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে আমি এবং যুবসমাজ বদ্ধপরিকর।
আলহাজ মমিন মন্ডল তরুণ নেতা, তরুণরাই পারবে এদেশকে এগিয়ে নিতে। তিনি আরও বলেন, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, ডিজিটালাইজেশন, এমডিজির লক্ষ্যসমূহ অর্জন, জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে বেলকুচি-চৌহালীর যুবসমাজ তথা যুবলীগকে ঐক্যবদ্ধ করে কাজ করছি আগামী ৩০ তারিখে নৌকার বিজয়ের মধ্যেদিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে অংশীদার হতে আমি বদ্ধপরিকর।