হবিগঞ্জ-১ আসনে জমে উঠেনি নির্বাচনী প্রচার প্রচারনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

হবিগঞ্জ-১ আসনে জমে উঠেনি নির্বাচনী প্রচার প্রচারনা

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হাতে গোনা মাত্র ১১ দিন পরই বহু প্রতিক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হবিগঞ্জ-১ আসেন ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনকে ঘিরে আলোচিত সারা দেশ।

আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে সাবেক প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ হাজী এবং ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতিক নিয়ে সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এমএস কিবরিয়ার তনয় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
এ ছাড়াও জাপা মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, ইসলামী আন্দোলনের মনোননীত প্রার্থী হাত পাখা নিয়ে মাওলানা আবু হানিফা, কৃষক শ্রমিক জনতালীগের মনোনীত প্রার্থী মই প্রতীক নিয়ে অ্যাডভোকেট নুরুল হক, বাসদ মনোনীত প্রার্থী মই প্রতীক নিয়ে চৌধুরী ফয়সল শোয়েব, ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে জুবায়ের আহমদ।
নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ গাজী ছাড়া অন্য কোন প্রার্থীরর নজরে পড়ার মত কোন প্রচার প্রচারনা নেই। উক্ত আসনে বিভিন্ন এলাকা ঘুরে নৌকার পোষ্টার ছাড়া অন্য কোন পোষ্টার নজরে পড়েনি। ফলে জমে উঠেনি হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ নির্বাচন।
নৌকা ও লাঙ্গলের মাইকিংয়ের প্রচারনা থাকলেও ধানের শীষ সহ অন্যান্য প্রতিকের অনুকূলে নজরে আসার মত কোন প্রচারনা নেই।
গত শনিবার বিকালে বাহুবল বাজারে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্সে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী ড. রেজা কিবরিয়া অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে ভুগছেন, প্রতি রাতেই পুলিশ একাধিকবার বসতঘরের কড়ায়া নাড়ছে। ফলে আমরা নির্বাচনী প্রচারনায় ভোটারদের দারস্থ হতে পারছিনা।

এছাড়াও ঐক্যফ্রন্টের এ প্রার্থী বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন না বলে অভিযোগ রয়েছে। অপর দিকে জাতীয় পার্টির বর্তমান এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর রয়েছে একটি শক্তিশালী কর্মীবাহিনী। তাকে জাতীয় পার্টির মনোনয়ন না দেয়ার তার কর্মীরা ক্ষুব্ধ।

এ দিকে জাতীয় পার্টি নতুন মুখ আতিকুর রহমান আতিক নেতাকর্মীদের ম্যানেজ করতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি হাটছেন। ফলে বাধ্য হয়ে নির্বাচনী প্রচারনা থেকে দুরে থাকতে হয়েছে জাপাকেও।

এ ছাড়া ইসলামী আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাসদ ও ইসলামী ফ্রন্টের তেমন কোন কর্মী সমর্থক না থাকায় প্রার্থীরা প্রচার প্রচারনায় এগুতে পারছেন না।

Post Top Ad

Responsive Ads Here