আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধের বিচারের জন্য নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে ৬৪০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) শরীফ হোসেন হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, আগামী ২৯ ডিসেম্বর থেকে (নির্বাচনের আগের দিন) ১ জানুয়ারি পর্যন্ত (নির্বাচনের পরদিন পর্যন্ত) এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।হবিগঞ্জের ৪ টি সংসদীয় আসনের জন্য নিয়োগ দেয়া হয়েছে ৯ জন ম্যাজিস্ট্রেটকে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ উপজেলায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এবং বাহুবল উপজেলায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।
হবিগঞ্জ-২ আসন ভুক্ত থাকা আজমিরীগঞ্জ উপজেলায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ তালুকদার এবং বানিয়াচং উপজেলায় সিলেটের সহকারী জজ নির্জন কুমার মিত্র দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন।
হবিগঞ্জ-৩ আসনে সদর উপজেলায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম, লাখাই উপজেলায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমান এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মুহাম্মদ আলী আক্কাস দায়িত্বভার দিয়েছে নির্বাচন কমিশন।
হবিগঞ্জ-৪ আসনে রয়েছে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। এ দুই উপজেলায় যথাক্রমে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা হককে দায়িত্বভার দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সারাদেশে ন্যায়সঙ্গত ‘নির্বাচনে তদন্ত কমিটি’ গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক গঠিত কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে হবিগঞ্জ জেলা দায়িত্বে রয়েছেন ৯ জন বিচারক।