জসিম উদ্দিন বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানায় কর্মরত বেতার কনস্টেবল/৯২৪ মোহাম্মদ সোলায়মান হোসেন হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।সদা হাস্যজ্জল এই সহকর্মীর অকাল মৃত্যুতে যশোর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।কনস্টেবল সোলায়মানের অকাল মৃত্যুতে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।এবং একই সাথে তার রুহের আত্মার মাগফিরাত কামনায় তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,জেলা পুলিশ সুপার ময়নুল হক, বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ্ মাসুদ করিম, তদন্ত পরিদর্শক আলমঙ্গীর হোসেন, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, তদন্ত পরিদর্শক শেখ তাসমীম আলমসহ বেনাপোল ও শার্শায় কর্মরত পুলিশ সদস্যরা।