ধনবাড়ীতে বাস খাদে পড়ে নিহত- ১ আহত- ২৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

ধনবাড়ীতে বাস খাদে পড়ে নিহত- ১ আহত- ২৫

জেলা প্রতিনিধি-টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল রবিবার সকালে ধনবাড়ী থেকে ছেড়ে আসা টাঙ্গাইল গামী আনছারী পরিবহন ধনবাড়ীর হজরাবাড়ী চারাভাঙ্গা ব্রীজের কাছে পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পূর্ব পাশে পুকুরের খাদে পাড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ।


ধনবাড়ী থানার ( ওসি )তদন্ত খান হাসান মোস্তফা জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে  ধনবাড়ী থানা পুলিশ ও মধুপুর- ধনবাড়ী ফায়ার সার্ভিস  সহ  স্থানীয় দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয় । আহতবস্থায় ২৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয় হাসপাতালে নেওয়ার পর ধনবাড়ীর পোড়াবাড়ী এলাকার মৃত হামিদের ছেলে আশরাফ হোসেন (৪৮) নামের এক ব্যাক্তি মারা যায়। 
এর মধ্যে ৭ জনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
আনছারী পরিবহনের সকল যাত্রীরাই টাঙ্গাইল কোর্টে যাচ্ছিলেন  বলে নিহতের স্বজনদের কাছ থেকে জানাগেছে।

Post Top Ad

Responsive Ads Here