হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার উদ্যোগে দোয়ারাবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় দোয়ারাবাজার প্রেসক্লাবে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আইডিয়া কতৃক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাট করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন,শান্তিতে বিজয় নামে সামাজিক সচেতনতামুলক প্রচারনা। প্রকল্পের মুল উদ্দেশ্য হল সহনশীল রাজনীতির সপক্ষে সকল রাজনৈতিক দলকে একত্রিত হবার মঞ্চ তৈরী করা। এ লক্ষে শান্তি শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সাথে সংলাপ,রাজনৈতিক নেতাদের সাথে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। এ প্রকল্প কার্যক্রমের আওতায় ছাত্র ছাত্রী শিক্ষক সুধীজনেরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে একসাথে কাজ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদেরকে উদ্বদ্ধ করার জন্য সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন আইডিয়ার সুনামগঞ্জ জেলার কো- অর্ডিনেটর মোঃ আব্দুর নুর। এসময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসিক মিয়া, হারুন অর রশিদ, সেলিম আহমদ,আবদাল আহমদ, মিনার উদ্দিন,সদরুল ইসলাম,সালিম উদ্দিন, আবুল হোসেন, ও আইডিয়ার ছাতক দোয়ারাবাজার উপজেলার সমন্নয় কারী শাহজাহান প্রমুখ।