কুড়িগ্রামের রাজিবপুরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের গড়ম হাওয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১২, ২০১৯

কুড়িগ্রামের রাজিবপুরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের গড়ম হাওয়া

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই কুড়িগ্রামের রাজিবপুরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের গড়ম হাওয়া।


উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন প্রার্থীরা। সাধারণ মানুষের সমর্থন আদায়ের জন্য নববর্ষের শুভেচ্ছাসহ রং বে রং এর পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে গোটা এলাকা এবং পেষ্টারের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব সম্ভাব্য প্রার্থীরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাঠে ময়দানে কাজ করছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হাই সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল সহ অর্ধ ডজন প্রার্থী।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হেলাল উদ্দিন, মমিনুল ইসলাম, আঃ রশিদ সরদার, আবু বকর সিদ্দিক, হাবিবুর রহমান হবি মন্ডলসহ ডজন খানেক প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা খাতুন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here