ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বলেছেন, সমৃদ্ধের বাংলাদেশ গড়তে সুশাসনের বিকল্প নাই। তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশ গড়ার কর্মযজ্ঞে যুবকদের অংশগ্রহণ এখন সময়ের দাবী। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবগঠিত সরকার এবারও দূর্নীতিমুক্ত, দেশ গঠনের শপথ নিয়ে কাজ শুরু করেছে। এজন্য তৃণমূল থেকে জবাবদিহিতা শুরু করতে হবে। যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে এবং সকল জন প্রতিনিধিকেই তাদের সাথে নিয়ে তাদের সৃজনশীলতা ও কর্মক্ষমতা কাজে লাগাতে হবে।
তিনি বুধবার সকালে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা সক্রিয়করণ এবং উপজেলা পরিষদের পরিকল্পনা সভা আয়োজনের বিষয়ে যুব ও সুশীল সমাজের সাথে সংলাপে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক এরাদুল হক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংলাপটিতে সহযোগিতা করে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকারেরর (ইএএলজি) প্রকল্প।