মেহের আমজাদ,মেহেরপুর-পর পর দুই বারের নির্বাচিত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর জেলার মুক্তিযোদ্ধাগন।
গতকাল বুধবার বিকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। মেহেরপুর সদর উপজেলার সাবেক কমান্ডার আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন বিশ্বাস,খাজা নাজিম উদ্দীন,ডা. নজরুল ইসলাম,সিরাজুল ইসলাম প্রমুখ।