ফরিদপুর প্রতিনিধি :
আগামী ১৯ জানুয়ারী জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন দিবসের ২য় রাউন্ডকে সামনে রেখে ফরিদপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে রবিবার দুপুরে এ্যাডভোকেসি ও প্লানিং সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আফজাল হোসেন।
সভায় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আফজাল হোসেন। পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌর সচিব তানজিলুর রহমান, পৌরসভার কনজারভেন্সি ইন্সেপেক্টর লিপা বেগম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদ মিয়া, ফরিদপুর শিশু হাসপাতালের রোগী কল্যাণ কর্মকর্তা রুবিয়া বেগম প্রমুখ। সভায় ফরিদপুর পৌরসভার মধ্যে অবস্থিত বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এ বছর ফরিদপুর পৌরসভার ৮৬টি কেন্দ্রের মাধ্যমে ০৬ মাস থেকে ১১ মাসের বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ০১বছর থেকে ০৫ বছর বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন “এ”প্লাস ক্যাপসুল খাওনো হবে।#