মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা পর্যায়ে ৩ দিন ব্যাপী ৪৮ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
গতকাল শনিবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা জেলা পরিষদের চেয়রম্যান আলহাজ¦ গোলাম রসুল উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার,উপজেলা একাডেমীর সুপার ভাইজার আনোয়ার হোসেন,যাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু,,প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান,মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমুখ।এ ছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী পরিদর্শক বিশ্বজিৎ গোলদার,আল মামুন,ওয়াসিম আকরাম,গবেষনা কর্মকর্তা আলাউল হক,জেলা প্রশিক্ষণ কো-অডিনেটর মারুফ বিল্লাহ,তাহাজউদ্দীন,মিয়ারুল ইসলাম,ইসমাইল হোসেন,সানজিদা আক্তার,শাহারুল ইসলাম,শহিদুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন।