হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃউপজেলার বাশতলা সীমান্তের ওপারে খাসিয়ার গুলিতে নুরু মিয়া(২৭) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মংগলবার (৮জানুয়ারী ) দুপুরে বাশতলা সীমান্তের ১২৩১ নং পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাশতলা ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোঃদেলোয়ার হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কম্পানি কমান্ডার এসি শ্রী বিপুর সাইকা।সন্ধায় নিহতের লাশ বাংলাদেশ বিজিবির হাতে হস্থান্তরের কথা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭.৫০)লাশ হস্থান্তর করা হয়নি।
সুনামগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মাকসুদুল আলম জানান, হত্যাকাণ্ডের পর লাশ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরে দুপুরের দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিক হত্যার নিন্দা জানানো হয়েছে।
উল্লেখ্য সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বাশঁতলা এলাকার ১২৩১ নং পিলার দিয়ে দুই বাংলদেশ ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে ১ জন বাংলাদেশ ঘটনাস্থলেই নিহত এবং অপর আহত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাংলাদেশে চলে আসে।
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা বিজিবি ক্যাম্পের পাশে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বাশঁতলা এলাকার ১২৩১ নং পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নিহত এবং অপর আরেকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
নিহত হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী এলাকার মো. মফিজ মিয়ার ছেলে মো. নুর মিয়া( ২৭) এবং গুলিতে আহত একই ইউনিয়নের দক্ষিণ কলোনী এলাকার মো. আসক আলীর ছেলে খাদিম মিয়া(২৫) ।