জলঢাকায় গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে "রিপোর্টার্স ইউনিটি" - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০৯, ২০১৯

জলঢাকায় গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে "রিপোর্টার্স ইউনিটি"

এরশাদ আলম. জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃগরিব ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জলঢাকা রিপোর্টার্স ইউনিটি।বুধবার দুপুরে অস্থায়ী কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, বিশেষ অতিথি,থানা ইনচার্জ মোস্তাফিজার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা রিপোর্টস ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি মিতুঞ্জয় রায়,সাধারন সম্পাদক ও নিউনেশনের শাহজাহান কবির লেলিন,ক্রিয়া সম্পাদক ও প্রথম ভোর প্রতিনিধি রবিউল ইসলাম রাজ,প্রচার সম্পাদক সাম্প্রতিক দেশকালের এরশাদ আলম,জলঢাকা নিউজ এর সম্পাদক বজলুর রশীদ,জলচিত্র এর সম্পাদক মাহবুব নোমান,দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন,কৃষ্ণ চন্দ্র রায় ও গোলাম রব্বানী ডলার প্রমূখ। এ গরম কাপড় উপজেলার দরিদ্র ও ভাসমান মানুষদের দেওয়া হয়।প্রতি বছর রিপোর্টস ইউনিটি শীতবস্ত্র বিতরণ করে থাকে ভবিষ্যতে দরিদ্র মানুষদের কল্যাণে এভাবে অবদান রাখবে। এসময় বস্ত্র পাওয়া এক বৃদ্ধা মমেনা বেগম বলেন,কম্বল পেয়ে মুই খুব খুশি। এখন মোক ঠান্ডা কম লাগবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি সব গরিব ও অসহায় মানুষগুলো যেন শীতবস্ত্র পেয়ে থাকে। আমি সকলকে সেবার কাজে আহব্বান করতেছি।

Post Top Ad

Responsive Ads Here