হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশ এসল্ট মামলার ৮ আসামী গ্রেফতার করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১২, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশ এসল্ট মামলার ৮ আসামী গ্রেফতার করেছে পুলিশ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-

হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্্যবসায়ী  তাছু মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান ধন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


শনিবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক। এর আগে থানার উপ পরিদর্শক (এসআই) জুলহাস আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি রাশেদ মোবারক জানান, ঘটনার পর পৃথক সময়ে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। 
বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় জানায়নি পুলিশ।
উপজেলা সদরের মাইজের মহল্লার বাসিন্দা চিহ্নিত সুদের কারবারি তাছু মিয়া ও ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধন মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার বিকেলে গ্যানিংগঞ্জ বাজারে সালিশ বসে। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৩৮ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। 

পরে উভয়পক্ষের লোকজন কুয়ারপাড় এলাকায় কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় কয়েকজন পুলিশও আঘাতপ্রাপ্ত হন।

Post Top Ad

Responsive Ads Here