মেহেরপুর পুলিশের বিনা মূল্যে হেলমেট ও প্রচার পত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯

মেহেরপুর পুলিশের বিনা মূল্যে হেলমেট ও প্রচার পত্র বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর -
“আইন মেনে চালাবো গাড়ি,নিরাপদে ফিরবো বাড়ী ” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিনা মূল্যে হেলমেট ও প্রচার পত্র বিতরণ করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট ও প্রচার পত্র বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলী।

মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে হেলমেট ও প্রচার পত্র বিতরণের সময় পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলকেই একতাবদ্ধভাবে কাজ করতে হবে। অননুমোদিত ও ত্রটিপ‚র্ণ যানবাহন,লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দুর্ঘটনার জন্য দায়ী,তেমনিভাবে দায়ী পথচারী এবং তাদের অসচেতনতা। আমাদের সকলকেই আনতে হবে পরিবর্তন।তিনি আরও বলেন,মোটরসাইকেল চালকদের সচেতন করা হচ্ছে। যাতে তারা কাগজপত্র ও হেলমেট বিহীন যেন মোটরসাইকেল না চালায়। পাশপাশি পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আসুন আমরা নিজেকে বদলাই এবং অন্যকে বদলাতে সহায়তা করি।

এসময় মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান,ডিআই-১ ফারুক হোসেন, মেহেরপুর বিআরটিএ মটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স, ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,ডিবির ওসি রবিউল ইসলাম,আরআই আবুবক্কর সিদ্দিক,টি.আই-২ গোলাম মুজতবা,বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

যেসকল মটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিঃ আছে কিন্তু হেলমেট নাই এ রকম ২০ জনকে  বিনামূল্যে হেলমেট দেওয়া হয়েছে। সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে প্রচারপত্র  এবং মেহেরপুর বিআরটিএ-এর পক্ষ থেকে সচেতনামুলক লিফলেট বিলি করা হয়।

Post Top Ad

Responsive Ads Here