ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবক ও বোয়ালমারীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আরেক যুবক। থানা পুলিশ ভাঙ্গা থেকে মঙ্গলবার বিকেলে ও বোয়ালমারী থেকে দুপুরে এই দুজনের লাশ উদ্ধার করে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আউড়াপাগ গ্রামের কাটাখালি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, খালের পানিতে ভেসে যাওয়ার সময় গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আউড়াপাগ গ্রামের কাটাখালি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক বয়স ৩৫ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের গায়ে হদুল গেঞ্জি, কালো জিন্সের প্যান্ট ও পায়ে কেডস রয়েছে। প্রায় গলিত ওই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আউড়াপাগ গ্রামের কাটাখালি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক বয়স ৩৫ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের গায়ে হদুল গেঞ্জি, কালো জিন্সের প্যান্ট ও পায়ে কেডস রয়েছে। প্রায় গলিত ওই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অপরদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এনজিও থেকে নেওয়া লোনের কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রবিউল মোল্লা (৩০)। সে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামারগ্রামের শুকুর মোল্লার ছেলে। রবিউলের দু’টি সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগায় রবিউল। সে একাধিক এনজিও থেকে ৪/৫ লক্ষ টাকার ঋণ উত্তোলন করেছিল। প্রতি সপ্তাহে এই ঋণের কিস্তির জন্য বড় অংকের টাকা পরিশোধ করতে হত তাকে। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেয়।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।